বুকের মধ্যে বাকবাকুম
বুকের মধ্যে চিল
বুকের মধ্যে পদ্ম-পুকুর
তুমিই ছুঁড়লে ঢিল।


মনের মধ্যে সুন্দরবন
মনের মধ্যে বাঘ
মনের মধ্যে গাদা বন্দুক
তুমিই করলে তাক।


ডাক দিয়েছ নির্জনতায়
জনারণ্য ছেড়ে
মাতাল নদী বান ডাকলে
আর কি ঘরে ফেরে?


ঁঁঁ


এতটা বয়স বাড়ে কি করে?
এই ক’দিনে?
মানুষ পাথর হয় কি করে?
মাটির ঋণে?


তুমি বললে-যুক্তির কথামালা
দেয়ালে যোগ-বিয়োগের খাতা
ডাল-পেঁয়াজের দীর্ঘ তালিকা;
শুনবে, শূন্যতা শূন্যতাই র’লো
তাকিয়ে দেখ চারপাশে, কে আছে!
তুমি একা, আর নিরেট শূন্যতা।


<><><><><><><><><><><><><>


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
১৯ সেপ্টেম্বর ২০১৫; শনিবার; ০৪ আশ্বিন ১৪২২//ঢাকা।