আমায় একটা নোবেল দেবে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণে
না হয় সেটা সময় মতো নেবো টাকায় কিনে।
মনের মধ্যে ক্ষুদ্রতাকে আর কতকাল ধরে
সযতনে লালন করবো আর পারি না ওরে।
এবার আমায় আলোয় আনরে, কে কে আছিস ভায়া
বিদেশে আর থাকবো কত, টানছে দেশের মায়া।
কিন্তু তোরা এমন কেন, পায়ের তলার মাটি
সরিয়ে নিলি, এখন দেশে কোথায় আসন পাতি!
এবার না হয় চেয়ার দেরে, অনেকই তো খালি
দ্যাখনা আমি তোদের তালে কেমন দিচ্ছি তালি!


আমিও তালি বাজাই কেমন দু’হাত দিয়ে ঠেসে
জানি না, ভয়, ইলেকশনে হিলারী যায় টেঁসে!
তখন একটু অসুবিধা, বিভূঁই এর লেকচারি
ওটা আমার প্রফেশন না, প্রফেশন ব্রোকারি;
তা ছাড়া তো চলে না এই বুদ্ধি বৃত্তি খেলা
কেনো তোমার কানে যায়নি, নতুন জরিপ মালা?
ব্যবসায়ীদের টপ তালিকা আমার অবস্থান
এই ক’বছর প্রচেষ্টাতে পেয়েছি এ স্থান।
তবু একটা প্রস্তুতি চাই অবস্থান পাল্টাতে
সময় মতো চেঞ্জ আনা চাই বাণিজ্য ফরমেটে।


বাংলাদেশকে আর কতকাল রাখবো বুক পকেটে।
বুকের মধ্যে ঠাঁই দিতে চাই, মাথার মধ্যে সেঁটে।
এসব কিছু করতে চাইছি দেশের যোগ্য আসন
এবার আমায় এনে দাওনা, মনের মতো শাসন।
যে শাসনে আইন আমার, আমিই প্রয়োগকারী
আমার হা্তেই থাকবে অর্থ, ব্যাঙ্ক-বীমা-কারবারী।
গরীবমুখী মন্ত্র বিদ্যা, ধনীর মনের খুশী
আমিই যেন করতে পারি, তাইতো কদমবুসি।
জিন্দাবাদ বা দীর্ঘজীবি যে ভাষাতেই বলো
এবার আমায় পদ্মা দেখাও, ঘরে নিয়ে চলো।


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
২৯ সেপ্টেম্বর ২০১৫; মঙ্গলবার; ১৪ আশ্বিন ১৪২২//ঢাকা।