নিদ্রাহীন কত রাত ভেসে গেছে অমরাবতীর জলে,
কত বিপন্ন ধান শালিখ, কালকূট আর ধবল সারস
জল খুঁজে পায়নি জলাঙ্গীর কোলে, কত শত সহস্র
নুড়ি, বিস্তর ছড়ানো উত্তরের উত্তরীয় হয়ে ভারতভূমে,
কত অসুর নির্মম ব্যাধের মতো তীর ছোঁড়ে
জীবনের সবুজ বৃক্ষময়তায়; তার মাঝেই
সেই বিরাণ ভূখন্ড, ঊষর জলাঙ্গী, বৃক্ষবর্জিত পৃথিবীর পথে
কোন এক গোপন ফল্গু বুকে ধরে, কণ্ঠে শানিত করে
তার আগমন; বিচরণ, প্রক্ষেপণ, আলাপন, অবগাহন
এবং অতঃপর স্থান খুঁজে নেয়া মানব দেবরূপে, হৃদয়ে;
ছুঁয়ে প্রাণ, স্পর্শ এঁকে, অরূপ, অপরূপ, নিরাবয়ব সে দান।


ভারত শাসক হবার পিতার প্রবল প্রাণপাত একপাশে রেখে,
অনাঘ্রাতার কামজ ঘ্রাণ অতিক্রম করে, শরীরের ধূপদানীতে
এক মুঠো সুর রেখে, হৃদয় পুড়িয়ে পবিত্র ছাই
উড়তে থাকে সুরমন্ডলে; সব সাধন এসে ভীড় করে
সুর সাগরের তীরে, যেখানে উত্তাল স্রোতরাশি, দুনির্বার ঢেউ
এসে নীড় বাঁধে কণ্ঠে, সাধন-ভজন, তার সাথে জীবন বন্ধন।


তার ছড়ানো অপার্থিব সুরসৌরভ পথশিশুর কান্না ছোঁয়,
বনেদী ঘরানার ভরা মজলিশের মাদকতাগন্ধী চারদেয়ালের
চৌহদ্দি পেরিয়ে স্পর্শ করে নগরের পথ-রেশনের লাইন,
শারীরিক সম্বন্ধের বাইরে আত্মার অলিতে-গলিতে-সন্ধিপথে
তার কি মোহনীয় বিচরণ, একা পথ ভাঙ্গা, অমৃত চলন।


একদিন কেটে গেছে সুর, বহুদূর, অসুরের জিঘাংসু হানা
পুত্র বিবেক ছেড়ে চলে গেছে পিতার মত, বিনে সংবাদে
সুরসঙ্গী সুরচিত্রা পুত্র শোকে জপমন্ত্রে নিমজ্জন সুর ছেড়ে,
জীবনের যত জৌলুস ছেড়ে সেই এক পথে নিদারুণ একেলা;
নিজের সাথে গুনগুনিয়ে নিজের কথা বলা, অহর্নিশ, জগজিত।


লীলাবতী থেকে বেরিয়ে আসে শেষ শোভাযাত্রা
পথ চলায় রৌদ্র ভীষণ কড়া, তবু থামেনা এই শেষ পথ চলা,
এ পথ যে কোথায় গিয়ে মিশবে, কী যে আছে এর অন্তে
কে জানে! আমরা চলেছি তার সে পথে; প্রত্যেকে।


এসা বন্ধু, এসো প্রিয়, ভাই, একবার দু’হাত ঊর্ধ্বে তুলি, না হয়
করজোড় করি, বুকে আঁকি ক্রুশ-এ প্রিয় নিবেদনে, যেন সে
সুরের আদি ঠিকানায় পৌঁছে যায়, সুর পায় তাকে।
আমার এ অশ্রুধারা আজো তোমার অঙ্কিত পথেই প্রশান্তি কুড়ায়;
হে বন্ধু, হে আমার আত্মার প্রদীপ, প্রণামি তোমায়,
আজ থেকে একাকী আমিও তোমার মত, হে পৃথিবী বিদায়।


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়//বিয়াম ফাউন্ডেশন
১০ অক্টোবর ২০১৫; শনিবার; ২৫ আশ্বিন ১৪২২//কক্সবাজার।


বিঃ দ্রঃ    আমার সুর সাগরের প্রাণ গুরু জগজিত সিং এ মাসে মহা প্রয়াণে যান। আজ তাঁর প্রতি শ্রদ্ধায় প্রার্থনার শেষ পর্ব পাঠকের সামনে রাখছি। প্রার্থনার ১ম, ২য় ও ৩য় পর্ব উন্মোচন করেছি যথাক্রমে গত ২৫-০৫-২০১৫, ০১-০৬-২০১৫ এবং ০১-১০-২০১৫ তারিখে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় যে যার ধর্মীয় ও শ্রদ্ধাবনত অবস্থান থেকে প্রার্থনা করবেন এ আমার বিনীত নিবেদন।প্রিয় পাঠককে সশ্রদ্ধ সালাম ও নমস্কার এবং সম্মান জানাই।