তোমাকে মনে পড়ে অকস্মাৎ
মনে না পড়ার অপরাধে মনে মনে
অপরাধী হয়ে, দন্ডিত হয়ে।
আমি নিজেকে নিয়ে ব্যস্ত থেকে
বার বার ভুলে যাই
তোমার অবস্থান, অস্তিত্ব।
এ পীড়া দীপ্যমান ঘুমের ভিতরে
চেতনার গভীরে, সঘাত সজোরে।


বাবা, ভুল নয়, অবহেলা নয়,
এ আমার নিয়তির নির্মম খেলা;
ক্লান্তি জেঁকে বসে কাঁধে আমার
আলস্য এসে কুরে খায় মগজ,
দিন চলে যায় বেলা-অবেলা।
দন্ডিত মগজ নত হয় যখন
ভালবাসার নির্মম দন্ডভারে,
তখন তোমাকে মনে পড়ে।


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
০৯ নভেম্বর ২০১৫, সোমবার; ২৫ কার্তিক ১৪২২//ঢাকা।