তারা ভাবে, কখনো কখনো বলে
সুখে আছি কত, আমি;
কেমন থাকছি আমার এই বর্তমান নিয়ে
আমি জানি, আর জানে যে আমার ভিতরে।


বলা যায় না সে কথা কাউকে
এমন এক রহস্য আছে ভিতরে তার;
আমার প্রেম, অনাকাঙ্খিত ঘ্রাণমাখা যেন
সুরভিত রাখি বর্তমান প্রিয়’র আতরে।


ভালবাসার ব্যকরণে আসলে কোন
সন্ধি নেই, আছে শুধু সম্মুখ সমর;
আমি কোন ছায়ায় যাবো, যেখানে
সংঘাত নেই অন্তরে-বাইরে এমন!


আমার যে আগুন পুড়িয়ে মারে আমাকে
জানি একদিন সে আগুন ছড়াবে তোমার ভিতর,
এ এমন দাবানল, প্রাণী উদ্ভিদ মানে না
কিছুই, তবু তার ভিতরে পিশাচ আনন্দের ঘর।


আমাকে ভালবেসে পূর্ণতা দিয়েছে যে
তার বুকে বুনেছি আমি কষ্টের চারা
ভালোবাসা দিয়ে নিঃস্ব হয়েছে যে, প্রার্থনা করি,
তার কাছেই হোক এ জীবন সন্নিপাত।


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
১১ নভেম্বর ২০১৫; বুধবার; ২৭ কার্তিক ১৪২২//ঢাকা।