এই রকমভাবেও কেউ কেউ বাঁচে
চৈত্রের দুপুরেও তো কেউ
শ্রাবণ ধারায় ভাসে,
তবুও পৃথিবীর মানুষের ভীড়ে
গা ভাসিয়ে কেউ
এলোমেলো চলাচল করে;
আত্মমন্থনের শিখরে উঠে
আত্ম বঞ্চনার
স্মৃতিচারণ করে থাকে।


সব অর্থপূর্ণ কথাই কি তার কাছে
অর্থবহ হয়ে ওঠে
হয়ে ওঠে সবুজ কিশলয় সকল!
জীবন যার রংচটা, বিবর্ণতা
যার জীবনে লেপ্টে থাকে
অজস্র রঙের ধারা কি
তার কাছে কোন অর্থ বয়ে আনে!


সব খানে বন্ধ দরোজা দেখেও তো
কোন কোন মানুষ
বৃক্ষের মতো নির্বাক, নিশ্চল হয়ে থাকে
আকাশের বিস্তৃত ডায়েরীর পাতায়
কষ্টের কালিতে
অমোচনীয় আঁচড় কাটে,
কী পাবে, কী চা’বে সে মানুষের কাছে!
প্রত্যাশাহীন জীবনই তার প্রণোদনা।


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
১৩ নভেম্বর ২০১৫; শুক্রবার; ২৯ কার্তিক ১৪২২//ঢাকা।