প্রথম এক প্রেম একদিন এসেছিল দাওয়ায় আমার
ভুল করে নাকি প্রকৃতির নিজস্ব খেয়ালে
কলাপাতার মতো রং আর দোলন নিয়ে কেঁপেছিল বিশ্ব চরাচর,
সে চলে গেছে, অনেকের আগে
যদিও ভিতরে গেঁথে দিয়ে গেছে চিরস্থায়ী এক প্রায়ান্ধকার ভোর।


আজো খুঁজি প্রতি শীতরাতের কুয়াশার ক্যানভাসে
সেই পদচিহ্নরেখা, অথবা বনবেড়ালের মতো রাত জ্বলা চোখ
নিবিড় ভয়ের এক হিম করা প্রবাহ
উপহার দিয়ে চলে গেছে যে স্পর্শের সীমানার চেয়ে দূর।


আসন্ন শীতে জানি আবার আসবে সে, যখন, ভোর পাখি
ঝাপটাবে ডানা, আসবেই সে রোজকার নিয়মের মতো
বছরান্তে, যতই মানা করি তাকে।
প্রথম সে প্রেম আজো আছে স্মৃতির উপগ্রহ হয়ে এক আকাশে।


এস, এম, আরশাদ ইমাম//অবিনাশী সময়
১৬ নভেম্বর ২০১৫; সোমবার; ০২ অগ্রহায়ন ১৪২২//ঢাকা।