কতটা ক্ষত সৃষ্টি হলো ক্ষতির বুকে
কতটা কষ্টের মানচিত্র আঁকা হলো নষ্টের নতুন ছাপচিত্রে
কতটা শুকালো জখম, তেতাল্লিশ বছর ধরে যা ছিল উন্মুক্ত
কতটা পুড়লো কাঁটাঝোপ বিরাণ প্রান্তরের মাঝে
প্রত্যাশিত দাবানলের গ্রাসে
কতটা বইলো ঝরণা লবণাক্ত জমিনের মাঝ দিয়ে
প্রাণের সুমিষ্ট ফল্গুধারা হয়ে,
কতটা হেরেছি বা জিতেছি, তার পরিসংখ্যান কি
মিলেছে আজ এই প্রত্যাশিত প্রথমবিন টেস্টের সময়ে!


আজ একটু যাচাই ও পুনর্মূল্যায়নের জোর দাবী জানাই।
নতুন পদক্ষেপের আগে সময়ের দাবী সেটাই।


এস, এম, আরশাদ ইমাম//স্খলিত সময়
২২ নভেম্বর, ২০১৫; রবিবার; ০৮ অঘ্রাণ ১৪২২//পথে।