এমন নতুন আলোর সূর্য খুব কম দেখেছি
এমন মধুর আলোর হাসি কবে গায়ে মেখেছি
এমন আলোয় ঘাসের শরীরে শিশিরের রংধনু
কে কবে দেখেছে অবাক প্রভাতে পরাগের সাথে রেণু।


বিস্ময় জাগে আনন্দ জাগে আজকে মনের মাঝে
নতুন সূর্যর অালোতে দেখ শিশুরা নতুন সাজে
দল বেঁধে চলে প্যারেড স্কোয়ারে মার্চ পাস্ট উপভোগে
জ্বলে পুড়ে যাক পরাজিত যারা মনের কুষ্ট রোগে।


জয়ধ্বনি তোলে দুঃখকে ভোলে আজ বিজয়ের দিনে
কয় জাতি আছে পৃথিবীতে যারা স্বাধীনতা নেয় কিনে
কয়টি দেশের এমন কপাল এই পৃথিবীতে আছে
যাদের রয়েছে দুইটি দিবস মহা বিজয়ের সাথে।


স্বাধীনতা আর বিজয় দিবস এক গাছে দুই ফুল
আমরা করেছি যুদ্ধ এবং জিতেছি সে নির্ভুল
পরাজিত যারা বোঝেনি তো তারা এই মহীয়ান দিন
বীরদের কাছে বাঙালীর তাই অপরিশোধ্য ঋণ।।


এস, এম, আরশাদ ইমাম//স্খলিত সময়
১৫ ডিসেম্বর ২০১৫; মঙ্গলবার; ০১ পৌষ ১৪২২//ঢাকা।