তুমি বড় হয়েছ যদিও তুমি পুড়িয়ে দিয়েছ মন
ভালবাসাকে সম্মান দিয়ে আমি যে কেন কৃপণ!
যা কিছু ছিল তোমার চাহিদা, জিদ করা- অভিমান
নিজের ইচ্ছা ও বিশ্বাস ছেড়ে তাকে করি সম্মান।
যা ছিল তোমার মহা-অমূল্য তাকেই সামনে ধরে
যে কথা বলেছে সময় অভিজ্ঞান চলেছি অবজ্ঞা করে।
তবু তুমি কেন এত পথ শেষে গ্লানির সড়কে চলো
তোমার জন্য করুণা ব্যতীত কী আর করব বলো।!


এস, এম, আরশাদ ইমাম//স্খলিত সময়
১৬ ডিসেম্বর ২০১৫; বুধবার; ০২ পৌষ ১৪২২//ঢাকা।