আবার খুলেছে মুখ গহ্বর, কটূগন্ধে ভারাক্রান্ত ডিসেম্বরের হাওয়া
এইতো ক’দিন আগে শীতের কুয়াশার জাল ছিঁড়ে,
তাকে দেখেছি,
শহীদের বেদীমূলে গিয়ে দাঁড়িয়েছেন, জানিয়েছেন শ্রদ্ধা
(বিনম্র নাকি, অশ্রদ্ধা, কেবলই লোকাচার, নয়তো কি!
ক’দিন বাদেই তিনি কিভাবে প্রশ্ন তোলেন, শহীদ ত্রিশ লক্ষ নয়!)
কী বিচিত্র এই মস্তিস্ক বিকৃতি, অদ্ভূত দূরাচার!
যতবার খুলেছে তার মুখ, নড়েছে চোয়াল, জিহ্বা
ততবার রক্তক্ষরণ হয়েছে মুক্তির কপালে, শহীদের মনে
শহীদ পরিবারের বুকে, সাড়ে সাত কোটি বা ষোল কোটি
বাঙ্গালীর চেতনায়;
কী বলা যায় তাকে? কী বলা যায়!!


বন্ধ কর অই মহাপঙ্কিল মুখ ব্যাদান, শব্দ প্রক্ষেপণ।
বন্ধ কর অই পরাজিত শত্রুপক্ষের নিকৃষ্ট পদলেহন।
বন্ধ কর অই গলিত নর্দমার কীট ভক্ষণ, প্রস্থানকালে।
কাউকে কঠোরতার দিকে ঠেলে দিও না, অস্তকালে।


তোমার মুখের উপরে গজিয়ে উঠুক সত্যের লতাগুল্ম
যা তুমি কখনোই চাওনি, ভুল করেও
তোমার মগজের পরতে পরতে জ্বলে উঠুক ফসফরাস
যেন খুঁজে পাও ভুলে হারানো পথ-আঁধারের নাবিক
আলোকিত হোক তনু-মন, নিজেকে সম্মানীত করতে
এর আর বেশি কী চাইবার থাকতে পারে!!


এস, এম, আরশাদ ইমাম//স্খলিত সময়
২৩ ডিসেম্বর ২০১৫; মঙ্গলবার; ০৮ পৌষ ১৪২২//ঢাকা।