হায় রে টাকা মহাশূন্য ভরিয়ে দিতে চাই
জগত জীবন যাক না চলে আরো টাকা চাই
মনের ভিতর টাকার খেলা
উদাস দুপুর সারা বেলা
মনের গহীন অন্ধকারে টাকার গন্ধ পাই
হায়রে টাকা ত্রিভুবনে তোমার জুড়ি নাই।


টাকা আমার ক্ষুধার অন্ন টাকার পানের কাপে
টাকা আমার বালিশ ভরে ঘুম জড়িয়ে রাখে
আমি আছি টাকা আছে
বিকোই স্বপ্ন টাকার কাছে
ঘুম পাড়িয়ে নিজের বিবেক টাকার সখ্য চাই
টাকা শত্রু টাকা বন্ধু তার তুলনা নাই।


আমার কফিন টাকার গন্ধে ভরিয়ে দিও প্রিয়
টাকা দিয়েই আমার কবর একলা গড়ে দিও
জীবন গেল টাকার খোঁজে
টাকার মর্ম টাকাই বোঝে
টাকার কাব্য উপন্যাসেই প্রাণের সুবাস পাই
টাকার সঙ্গে ঘর বেঁধেছি টাকারই গান গাই।


টাকাই আমার পরম বন্ধু ধর্ম কর্ম ভাই
টাকা আছে আমি আছি, শেষ কথাও টাকাই।।