সময় দিচ্ছি ধীরে সুস্থ্যে উঠো এ তরণীতে
দেশ চালাবার মহান বিদ্যা হবে জেনে নিতে,
পড়ার যুদ্ধে লড়েতে গিয়ে বয়েস গেলো বেড়ে
বুঝতে তুমি পারো নি কোন দিকে বেলা পড়ে,
বুঝা যখন সাঙ্গ হলো মাথায় গড়ের মাঠ
ধুলায় লুটায় কত স্বপ্ন যুবার দিন বরবাদ।


তোমার বেকার কঠিন দিনের দুঃখ-জ্বালা গ্লানি
আমার চেয়ে বেশি করে কে জানে তা জানি।
বাবা বলবে অপদার্থ মায়ের মনেও মেঘ
ভাবী বলবে যানা রে ভাই বিদ্যুৎ বিল দ্যাখ
বন্ধু বলবে চলরে দোস্ত বসি তাসের ঘরে
প্রেম বলবে ব্যস্ত আছি এসো ক’দিন পরে।


তোমার মূল্য বাজারের ব্যাগ, তোমার কান্না হাসি
কেউ দেখেনা, তুমি আছো, জানেও না মন মাঝি
অস্তিত্ব তোমার আছে সবাই গেছে ভুলে
তোমার জন্য ভালবাসা স্নেহের দুয়ার খুলে
কেউ নেই আজ অপেক্ষাতে, তোমার আশে পাশে
এরই মাঝে তোমার জন্য সুসংবাদ ভাসে।


চাকুরীতে প্রবেশ করার বয়স বাড়ছে শোনো
নতুন স্বপ্নে হৃদয় বাঁধো, সোনলী দিন গোণো।
মনের গড়ন শক্ত করো, মেধাতে দাও শাণ
স্বদেশটাকে ভালোবেসো, হও, দেশ অন্ত প্রাণ;
মুক্তযুদ্ধ, ইতিহাস আর পরিবেশ পরিত্রাণ
বুকে ধারণ করো, গাও আগামীকালের গান।।


এস এম, আরশাদ ইমাম//স্খলিত সময়
২৬ ডিসেম্বর ২০১৫; শনিবার; ১২ পৌষ ১৪২২//ঢাকা।