অনন্তের অদৃশ্য পাখি, তোমার জন্য দৃষ্টি রেখেছি খোলা
জীবন যুদ্ধে নেমেছি যখন পথে
তোমার চঞ্চু রেখেছি তীক্ষ্ণ, পালক গুচ্ছ দেখেছে আলোর খেলা,
রাত বিরাতে আলোর অবর্তমানে, তোমার জন্য নিশানা, ভোলা।


শিকারী আমি শিকার আমার নেশা, কখনও বা সেটা হয়ে ওঠে পেশা
তবু সিদ্ধকামী আমাকে ঠেলেছে পথে, তোমার সঙ্গে যুঝতে হবে রাতে
নতুন জীবনে পরাজয় আনে গ্লানি, জিততে হবে, হোকনা মরণ পণ
তুমি স্নাইপ আমি স্নাইপার হয়ে, তোমার জন্য এসব আয়োজন।


দেখি নগরের একপাশে, এঁদো-ছেঁদো ডোবা, পলেস্তারা খসা ঘর,
অথবা সবুজ নিরক্ষীয় বনের ব্যুহে, যেখানে ছিল তোমার বিচরণ
আমি বার বার করে তাক করি জাল, ভুল নিশানায় লড়াই হবে না
যদিও তুমি আপাতঃ নীরব জানি, গর্জে উঠলে কিছুই ছাড়োনা।


রাতের পাখি তোমার মায়াবী চোখ, কেন কিভাবে অস্ত্র হয়ে ওঠে
আমি ভালবাসি মাছরাঙ্গা গাংচিল, তোমার স্পর্শে স্লাইপার হয়ে উঠি
ঘুরে ফিরে সেই একই লক্ষ্য-হত্যা
মানুষের রক্তে সয়লাব করে, কী পাব, ভাবি না
তবু চলে রাতভর প্রস্তুতি-পাখি হতে মারণাস্ত্র রূপে।
প্রিয় পানকৌড়ী, প্রিয় বুনোহাঁস, বাসা বাঁধ এই বুকে
স্নাইপ তুমি পরিযায়ী, তুমি নিজভূমে ফিরে যাও।


এস, এম, আরশাদ ইমাম//স্খলিত সময়
২৯ ডিসেম্বর ২০১৫; মঙ্গলবার; ১৫ পৌষ ১৪২২//ঢাকা।


!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


স্নাইপ একটি নিরীহ বনের পাখি। তীক্ষ্ণ লম্বা ধারালো ঠোঁট। তাকে ধরা সহজ নয়, রাতের আঁধারে জাল ফেলে ধরতে হয়। প্রথম শিকারীদের উৎকর্ষ সাধনের জন্য এই পাখিকে শিকারের লক্ষ্য নির্ধারণ করে দেয়া হয়। এত যারা সফলকাম হয়, তারা সবচেয়ে দক্ষ শিকারী হিসেবে স্বীকৃতি পায়। নতুনদের এই চ্যালেঞ্জ প্রদান প্রবীণদের একটি নিষ্ঠুর মশকরা। তবু তাই করা হয়। এই পাখি শিকারীদের বলা হয় স্নাইপার। এর নামে দূর লক্ষ্যভদী মারণাস্ত্রের নাম, যার দ্বারা সাধারণ Gun এর চেয়ে অনেক ধূরে থেকেও লক্ষ্যভেদী নিশানা ঠিক করে বুলেটবিদ্ধ করা যায়। বাংলাদেশের জঙ্গীগোষ্ঠীর হতে এই মারণাস্ত্র এসে পড়েছে। আমেরিকার সমর ব্যবসায়ের কল্যাণে এখন তা আমাদের দিকে তাক করে রাখা। এখন প্রশিক্ষণ চলছে। ক’দিন পর ব্যবহার হবে। অতএব,
‘‘স্নাইপ তুমি পরিযায়ী, তুমি নিজভূমে ফিরে যাও।’’
এছাড়া আর কী চাইবার থাকতে পারে, বলুন।


প্রিয় পাঠক, আপনাদের সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি। আগামী বছরে সকল স্নাইপার দূর হয়ে যাক, নতুন আলোয় উদ্ভাসিত হোক আমাদের মনের সবুজ মাঠ।