আকাশে তাকাই আমি গাঢ় নীল অথবা ধূসর
মাটিতে গাঢ় লাল রক্তের ছাপ
মুছে গেছে কতনা সভ্যতা, ধুলির গভীরে
ধুয়ে গেছে পাথরের খাঁজে খাঁজে লুকানো ঘাম
প্রপ্র্রপ্রপ্রপ্রপ্রপিতামহদের তাপ-পরিতাপ।


পুড়ে গেছে পাহাড়ের গাছ-পালা, দেহ, জল-ধারা
ডুবে গেছে অগণিত সৈন্যপাহারা, নিমেষের স্রোতে
তবুও স্বপ্ন আসে প্রসারিত ছায়া নিয়ে
বীর্য্যশালীর বাহু, চোখের অসীম তৃষ্ণা ও লালা নিয়ে
মানুষ বাঁচতে পালায়, গৃহত্যাগী লাখে লাখো কোটি।


আকাশে তাকাই আমি, তারাদের ভীড়ে, নক্ষত্র বা নক্ষত্রপুঞ্জ
পকেটে খুচরো আধুলী-সিকি, শিরস্ত্রাণে হীরক খন্ড নিয়ে
ছুটে চলা তারা দেখি, ফুকুশিমা, ভুপাল বা চেরনোবিল
ভুলে যাই।
আয়োজন চলে রসমসকস-আবার উঠবে মানুষ নভোযানে
মঙ্গলে বসতি আমার চাই, হোকনা কেবল আলু চাষ।


আকাশ ডেকেছে আমাকে, পৃথিবীর মায়া মোহময়।


এস, এম, আরশাদ ইমাম//স্ফুরিত সময়
০২ জানুয়ারি ২০১৬-শনিবার-১৯ পৌষ ১৪২২//ঢাকা।


মায়াকান্না


বাজারে বিক্রী হয় তাজা রুই কাতলা, ফরমালিন ভয় যা না
আকারে বাড়ে হামজা ব্রিগেড, চাষীর খুশি ধরে না;
এবার বিক্রী হবে, যতটা আমদানী বা ফলন
রপ্তানী তার চেয়ে অনেক বেশি,
সামনে ভোট বাজারে চলবে বেশ,
ক্যাট ফিশ ক্লিন শেভ করে, রুই-হামজা লাগছে না তো!
না, প্রহরী চিনে ফেলেছে, ছুঁড়ে দিয়ে দূরে, কান্নায় কী হবে!!
এবার থামাও গণতন্ত্রের মায়া কান্না, ভিতরে অাছে
ঘোলা জল, রুই কাতলার ঘাই দেয়া, আর ‘‘হাঁ-না’
আসলে এত অনাচার, প্রকৃতিও সয় না।