না মট মট করে ভাঙ্গে না
দড়াম দড়াম করে চলে না
গগণ বিদারী কর্ণ ভেদী হুইসেল
না দিয়েও হুশ্‌ করে বেরিয়ে যায়
তবু সেই শব্দেই বিঘ্নিত হয়
নিবিড় মনোযোগী ছাত্রের
পড়া লেখা ও লেখা পড়া।


সর্পিল গতির একটি যন্ত্রযান
শিহরণ জাগানো ক্ষীণ শব্দে পিছলে
চলে সাধারণ উচ্চতার চেয়ে অধিক
উচ্চতার মসৃণ ট্র্যাক দিয়ে এপার-ওপার
তবু কন্ডিশনড্‌ মস্তিস্ক অবাক কী যেন
ভাবে আর ভাবে আর একসময়
দাঁড়িয়ে যায় ব্যানার হাতে পথে।


মেট্রোরেল চাই না-বললেই বুঝে যাই
কীভাবে মস্তিস্ক রোবোকপ হয়ে আছে
মেট্রোরেল চাই না বললেই বুঝি কীভাবে
পরাজিত শক্তি আরো একবার নতুন করে
পরাজয়ের গ্লানি গায়ে মাখতে অন্ধকারের
সঙ্গীত গেয়ে চলেছে আলোর সরণীতে।


শোনো, এবারও পরাজিত হতে হবে।


এস, এম, আরশাদ ইমাম//স্ফুরিত সময়//ঢাকা
১২ জানুয়ারি ২০১৬; মঙ্গলবার; ২৯ পৌষ ১৪২২