না, প্যাট্রিয়ট নয়, তবু তিনি ফিরে আসছেন, তেমনই হাওয়া
ভেসে আসছে অতলান্তিকের দিক থেকে প্রশান্ত মহাসাগরে;
এই এলনিনো এলে হাওয়ারা থেমে যাবে-অভেদ্য প্রাচীরে
হিম হয়ে জমে থাকা রাতের কুয়াশা নিরাশ করবে পৃথিবীকে
পৃথিবী হারাবে শস্য ভান্ডার, দিকে দিকে শুনবো কাঙ্গালের চীৎকার।
তবু আমরা প্রার্থিত হয়ে থাকি এই কষ্টের এলনিনোর ফিরে আসায়।


তিনি আসবেন, তার ফিরে আসার পর ক’দিন পেরোলেই
বাংলার আকাশে আবার ফুল সুবাস ছড়াবে, তখন রাঙ্গা প্রজাপতি
পাখায়-পায়ে-ঠোঁটে পরাগ মাখিয়ে উড়বে আর সে পরাগ
ছড়াবে রেণুর গায়ে, শুনব নতুন উষ্ণ সকালের আগমনী।


তিনি আসবেন, হোক না তা কালোর প্রতিভূ- নিকৃষ্ট খুনীর ফিরে আসা,
হোক। কারণ তার প্রত্যার্তনের পরেই ঘটবে সেই প্রত্যাশিত ঘটনা,
উঠবে ফাঁসীর রজ্জু ঘাতকের গলায়, কেটে যাবে বন্ধ হাওয়ার
ধোঁয়াশাময় দিন গুলো, প্রবাহিত হবে নতুন সমুদ্র স্রোত;
কালোর কালিমা সরিয়ে ঝলমলে রোদ এসে গা ভেজাবে;
এর চেয়ে আর কিছু চাই না। শুধু প্রত্যাবর্তন চাই।


এস, এম, আরশাদ ইমাম//স্ফুরিত সময়
১৬ জানুয়ারি ২০১৬; শনিবার; ৩ মাঘ ১৪২২।