আমার কীসের ভয়, কীসের তাড়া ধাওয়া
অসীম থেকে আমার আসে অঢেল পাওয়া
আকাশ ভরা হরেক আলো, বিশেষ ধোঁয়া
আছে বুকের মানিক রতন, মাটির ছোঁয়া।


ডাইনে আমার আল্লাহ্‌র দল পিছে রাকা
মাথা তুলে দাঁড়াতে যাই, ভীষণ ফাঁকা
তার ভিতরে কোথা থেকে আসছে ছুটে
রকেট, বুলেট, গ্রেনেড, বোমা, চলছে ছুটে।


তবু আমি আগলে রাখি বুকের মানিক
ঢেকে রাখি পক্ষী-মাতার মতো শাবক
আর যেন কেউ না হয় ভুলে সেই আইলান
ছিন্ন -ভিন্ন গৃহ-দেহ কিংবা সেই মন।


মায়ের বুকে বিপন্মুক্ত অবোধ শিশু
মানব শিশু রক্ষা করে ছোট্ট আঁচল
যদিও রক্ত ঝরতে পারে আকাশ থেকে।
মারণান্ত্রে ছিন্ন-ভিন্ন দেহের উঠোন
তবুও মাতা রক্ষা করে সেই শিশুকে
ধ্বংস বাহন আসুক ধেয়ে হোক তা কঠিন।


এস, এম, আরশাদ ইমাম//স্ফুরিত সময়
১৯ জানুয়ারি, ২০১৬; মঙ্গলবার; ৬ মাঘ ১৪২২//ঢাকা।