এক সময় স্বপ্ন ছিল, ফাল্গুনের শিমুল তুলার মত
পেঁজা পেঁজা উড়ত, সাথে ছিল প্রবারণা পূর্ণিমার রাত
আকাশ ময় ফানুস, পার্থিব নক্ষত্র সহস্র।


জারুলের পাতায় নজর পড়লেই স্মৃতিরা বাঁধ ভাঙ্গে
লক্ষ লক্ষ বহু বর্ণিল মার্বেলের মতো গড়াতে থাকে
ঘরময়, অস্তিত্বময়, সময়ময়।
বাতাসের ধীর প্রবাহে বার্তা পাই, কত!
যারা সংবাদ পাঠায় তারা খুঁজে পায়না আমাকে।


আমি ক্রমশঃ সেঁধিয়ে যাই সময়ের গহীন অন্ধকারে
শ্রবণ রহিত, দৃষ্টি রহিত এবং মনকে জোর করে
ঘুম পাড়াই, লুকিয়ে থাকি আপন আলোহীনতার অস্পষ্টতায়।


নিজেকে অবগুন্ঠিত করার কী কারণ, বলার সময়
আজো এলো না! জানি না এ জীবনে আসবে কি না।
যদি ফিরে পাই আপন ছন্দ, তোমাদের উঠোনে
ছড়ানো খই খুঁটে খেতে আসব আসবোই, সেদিন
তা্ড়ালেও যাবো না, কিশোরীর মত ঘুঙুর দুলিয়ে নাচব
ঘাগরা ছড়িয়ে দেখাবো জীবন নৃত্যের মুদ্রাগুলো।


তুমি থেকো সেই পর্যন্ত স্থির অচঞ্চল, পরিবর্তনহীন
আমার জন্য। হোক না তা কোন শীত বা বসন্ত,
তুমি থেকো সেই পর্যন্ত, কী থাকতে পারবে না!


এস, এম, আরশাদ ইমাম//স্ফুরিত সময়
২৪ জানুয়ারি ২০১৬; রবিবার; ১১ মাঘ ১৪২২//ঢাকা।