শিশিরের মতো স্বপ্নবিন্দু ঝরে, ভোরে, ঝরে পড়ে ধুলায়
তারপর শুষে নেয় ধুলা, শিশির নিঃশব্দে ঘুমায়, হারায় চৈতন্য
চিন্তার-ভাবনার মৃত্যু হয়, শিশিরের মতো, পরিত্যক্ত হয়
মস্তিস্কের ভিতরে, যেন সামনে অনন্ত বিস্তৃত সময়;
শরীরের পরতে পরতে জন্মানো ক্লান্তি, কুয়াশা হয়ে থাকে
চোখের সামনে, কিছুই দেখতে দেয় না,
দেহ ক্রমশঃ জরাগ্রস্ত, মন অর্ধমৃত, স্বপ্ন পরিত্যক্ত
তবু বেঁচে আছি, এর চেয়ে বড় কোন বিস্ময় আর কী হতে পারে!