মৃত্যুঞ্জয়ী, তুমি মারা গেলে কবে?
বাইরে বেরিয়েই দেখি লোবান, নাকি
ধূপ-ধুনো জ্বলছে তোমার শবে।
আমি মরি, বাঁচি না গৃহতাপে
মৃত্যুঞ্জয়ী, তুমি মরলে কোন পাপে?


বাজারে অগ্নিমূল্য, নাভিশ্বাস ক্রেতার
আড়তদার নাকে তেল দ্যান
লভ্যাংশ প্রতিযোগিতা আকাশ ছোঁবার,
কৃষকের দেহসিক্ত ঘাম দেহে শুকায়
গোলার ধান আপনি শুকিয়ে কাঠ,
মিলারের গুদামে ভারতের চাল-শোভা
দাঁত বের করে দিব্যি ভেংচায়
তবুও তোমার মৃত্যু তো হয়নি, আজ
মারা গেলে তুমি কোন সে মনস্তাপে!!


মৃত্যুঞ্জয়ী, তুমি সর্বংসহা জানি, তবু
বাতাসে আজকে তোমার আহাজারী
কিংকর্তব্য বিমূঢ় চেয়ে থাকি, তোমার
লাশ বওয়া শোভাযাত্রার দিকে,
আমিও যেন চলছি সে পথ মেপে।


০৪ মার্চ ২০১৬, শুক্রবার,  ২১ ফাল্গুন ১৪২২
স্ফুরিত সময়//ঢাকা।