আয় বৃষ্টি ঝেঁপে রান দেব মেপে
আসুক যত বৃহৎ বাধা ধরবো কষে চেপে।
যা রে বৃষ্টি চলে যা, পয়েন্ট নিয়েই বলে যা
ফাইনালে কি আসবি আবার আগাম সেটা কয়ে যা।


না বৃষ্টি ঝরিস না ওদের হাতে ধরিস না
অঙ্ক যতই করিস রে তুই জুয়াড়ীর স্যুট পরিস না
আমরা দেখি কোটির চোখে, আমার স্বপ্ন আজ কে রোখে
ছিনতাই এ নেমেও রে তুই আমায় রুখতে পারবি না।


যা বৃষ্টি জেনে যা, বাংলাদেশকে মেনে যা
এদেশ এখন নিজের পায়ে, কাঁয়ঠা করে পারবি না
বৃষ্টি বন্যা বর্ষা বাদল, এসব আমার মুখের আদল
ঝড়-ঝ্ঞ্ঝা জলোচ্ছ্বাসকে মেনেই জিতবো শুনে যা।।


১১ মার্চ ২০১৬; শুক্রবার; ২৮ ফাল্গুন ১৪২২
স্ফুরত সময়//ঢাকা।