কোন কোন জন্ম জীবনের চেয়েও বড়
মৃত্যুকে পরাজিত করে ঠায় দাঁড়িয়ে থাকে
এবং মোছা যায় না সেই জীবনের আঁকিবুকি;
এমনই জীবন তিনি বয়ে এনেছিলেন
কোন সেই নিভৃত জলভেজা, পাখি ডাকা,
মধুমতির ঢেউ তরঙ্গিত, ফুল লতা পাতা সুরভিত
এক গ্রাম থেকে, হিমালয়ের মতো সটান
দাঁড়িয়ে গিয়েছিলেন বাংলাদেশ থেকে শুরু করে
একেবারে বিশ্বসভার মাঝখানে, ঋজু, দৃঢ়।


তিনি নেই, তবু তার সেই দৃঢ় অধিষ্ঠান আজো প্রবল
তিনি মহাকালের ক্যানভাসে মিকেলেঞ্জেলোর আঁকা
অবিনাশী কোন পোর্ট্রেট, বাঙ্গালী জাতির সাহসের প্রতীক।


নয় কি? এখনো তো কারা কারা যেন তাঁর নামে ভয় করে
ভয়ে মরে, তার নাম মুখে নিতে কুণ্ঠায় শরশয্যায় যায়
তাদের দিকে তাকালেই এই বাঙ্গালীর মৃত্যুহীনতার কথা
মনে পড়ে যায়, তিনি চির ভাস্মর, জন্ম যার মানুষের জন্য
মৃত্যু যার হাওয়ায় বিলীন, বঙ্গবন্ধু চির অমলিন।


১৭ মার্চ ২০১৬; বৃহস্পতিবার; ০৪ চৈত্র ১৪২২
স্ফুরিত সময়//দিনাজপুর।