:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


ছোট হয়ে আসছে জীবন, ছোট হচ্ছে আয়ু
বেড়ে যাচ্ছে বাঁচার মূল্য, কমে যাচ্ছে বায়ু
থেমে যাচ্ছে জীবন ঘড়ি কদম কদম পায়ে
তাকিয়ে দেখছি পার্থিব কলা চলার পথে ঘায়ে
অনন্তকাল তীব্রভাবে ডাকছে নিজের পাশে
দ্বিধাহীন পা নির্ভিকভাবে এগিয়ে যাচ্ছে কাছে
নিজের ইচ্ছা দু’হাত ভরে আসিনি মাটির ঘরে
পরের ইচ্ছা পূরণ করেই আঁজলা উঠেছে ভরে
পরের স্বপ্ন শৃঙ্খল হয়ে বেঁধেছে জীবন বেলা
ইচ্ছা-স্বপ্ন পূরণ হয়েছে সাঙ্গ হোক এ খেলা
জানি কারো ডাক শুনব না এই অশেষ পথের বাঁকে
ফিরে তাকাবার অবসরটাও পাবো না এ দুর্বিপাকে
ক্ষমাও চা’বো না, রুচিতে বাধে, করতে কে পারে সেটা
প্রস্থানের এই মোক্ষম বেলা, আমি যেন কেউকেটা
এখন সময় নীরব হবার আর প্রকাশের হ্যাপা
এক নিমেষেই মুছে যাবে দেখো, তখন বলো না ক্ষ্যাপা
কেউ যেন মোটে জানতে না পারে লোকটা গিয়েছে মরে
কেউ যেন সেটা ছুঁয়েও না দেখে আমার মরার পরে
দেহখানা যাবে শিরোনামহীন অজানা অদেখা গোরে
না হয় নেবে মুন্ডুটা কেটে কোন এক রাতে চোরে
কোন যাদুকর সেই মস্তক সামনে সাজিয়ে রেখে
সেই মস্তকে খেলা দেখাবে মজা পারে লোকে দেখে
নিষ্পাপ আর নিঃস্বার্থ এই অসিয়ত নামা আজ
জগত জোড়া বিস্তৃত জালে সমাপ্ত হলো কাজ।।


আরশাদ ইমাম//অন্তহীন গন্তব্যের পথিক//পরিচয়হীন
১৯ মার্চ ২০১৬; শনিবার; ০৬ চৈত্র ১৪২২//অস্থানিক