ভাবের ঘরে ভূত ঢুকেছে নির্ভাবনায় আছি
চারিদিকে উড়ছে মশা, তেলাপোকা, মাছি।
যন্ত্র নামের যাঁতা কলে সময় যাচ্ছে বলী
বুকের ভিতর হাত ঢুকিয়ে দিব্যি হেঁটে চলি।
আশার পাশে নিরাশ ঠাকুর মন্ত্র জপে চলে
স্বপ্নগুলো তুলোর মতো উড়ছে জগদ্দলে,
গাঁও খেয়েছি, বাও খেয়েছি, হিজল তমাল বন
নদীর পারে ধানের ক্ষেতে পোকার অাক্রমণ।
বিষ দিয়েছি ধানে পাটে সবজি এবং মাছে
আমার কাছে সুস্থ্য খাবার অবশিষ্ট আছে?
বিষের নদী, বিষাক্ত ফল, বিষাক্ত মাঠ-ঘাট
এত বিষের সাগরগুলো পেরিয়ে তেলেসমাত
বিষে বিষে দেহের বিষের ক্ষয় হয়েছে কবে?
ডাকছে মধুর মোহন আহার ভাবের অনুভবে।
বিষ দিয়েছে মন পেয়ালায়, বিষ ঢেলেছে চোখে
উপুড় করে ঢেলেছে রোজ হৃদয় এবং ঠোঁটে
বিষের আগুন পুড়ছে এখন সোনালী দিনকাল
বিষভস্ম উড়িয়ে হাওয়ায় বুনছি বিষেল জাল।
সকল বিষের হিসেব হবে সময় এলে পরে
বিষের নহর বান ডাকবে ছুটবে তারও ঘরে
ও বিষালী প্রাণ মেশালী এ কোন ভাবের সাথে
এখন কি আর স্বপ্নবাতি জাগে মধ্যরাতে?
এখন কি আর আমের বোলে হৃদয় কথা বলে
এখন কি আর বাউল হাওয়ায় মৃগের গন্ধ মেলে?
এখন কি আর সর্পগন্ধ্যা প্রবল আকর্ষণে
ফিরিয়ে আনে হারিয়ে ফেলা সময় মধ্যবনে?
এখন কি আর বুকের পুকুর টইটুম্বুর হয়
বর্ষা এখন নিত্য সঙ্গী, দু’পাড় উছলে যায়?
জানি এখন খরার টানে শুকায় নদী মাঠ
ভরা পুকুর জল হারিয়ে শিব ঠাকুরের পাঠ
এখন স্বপ্ন ল্যাম্পপোষ্টের হলদে আলোর নিচে
বিবর্ণ এক শহর হয়ে ঘুমায় গা বিছিয়ে,
হঠাৎ যখন জেগে ওঠে ভুলের ছায়া দেখে
আঁতকে ওঠে, কেঁপে ওঠে, ছুটি চায় সব রেখে
সে বিভ্রম কেটে যেতে সময় নেয়না কোন
জীবন নামের বিষ সাগরে ডিঙ্গি নেই এখনও
সাঁতার দিয়েই জীবনটাকে পেরিয়ে নিতে হবে
আবোল তাবোল যেমনই হোক ভাবের অনুভবে
নির্ভাবনায় থাকতে হবে, ভুল ভাবনা ছেড়ে
জীবন একটি সুরের সাগর, গাইতে হবে হেঁড়ে
না শুনুক কেউ, না হয় শুনুক কি যায় আসে তাতে
আমার জীবন আমারই ধন, আগলে রাখি তাকে।।


২২ মার্চ ২০১৬; মঙ্গলবার; ০৯ চৈত্র ১৪২২
স্ফুরিত সময়//অফিস শেষে//ঢাকা।