এখন সময় বদলেছে।
অপেক্ষায় থাকুন, মেঘ সরিয়ে সূর্য তাড়িয়ে আনবো,
আর তাড়াবো কাকতাড়ুয়া।
মরুময়তার ভিতরে টানা বাইশঘন্টা দাঁড় করিয়ে রাখবো
পুড়ে যাওয়া লবণাক্ত পিঠে ঘষে দেব অজস্র বিষাল পাতা
আর যেন এই রকম মেধা মাঠে ও রাষ্ট্রপাটে স্থান করে না নেয়
আর যেন এই রকম প্রতীজ্ঞাহীন প্রেমিকের পিছনে
হাতে লাঠি ও লণ্ঠন নিয়ে ছুটতে না হয় ঘোর অন্ধকারে
সে শিক্ষা নেয়ার সময়ও এখন।
আর ক’দিন একটু সমঝে চলো, কিছু নতুন পাতা গজাচ্ছে
প্রিয়তম চারায়, সেখানে ফুলও আসবে জেনো,
প্রিয় মাতৃভূমি, আমাকে হৃদয়হীনতা থেকে মুক্ত রাখো।


২৩ মার্চ ২০১৬; বুধবার; ১০ চৈত্র ১৪২২
স্ফুরিত সময়//ঢাকা।