১    নান্দীপাঠ


অনেকটা দিন হারিয়ে আছে প্রেম
বদলে গেল আকাশ বাতাস ঘাস
অনেক বৃষ্টি পথ হারালো শেষে
শুকয়ে গেছে নদীর ঢেউ ও কাশ।


কার ভিতরে মুখ লুকাবো বলো
উধাও সকল আড়াল বারোমাস
শুদ্ধ যে প্রেম আড়াল খুঁজে চলে
বুকের ভিতর শংকা -- সর্বনাশ।


এখন যখন দেখি আকাশ নীল
ফিরে আসে মনের গোপন সুখ
দেখি যখন ডায়রী খুলে লেখা
তোমার স্পর্শ, ঘুমিয়ে থাকা মুখ।


এখন আমার কৃষ্ণচূড়া ছাদে
বারোমাসি দুঃখ ঝুলে থাকে
ঝুল বারান্দায় গত স্বপ্ন দোলে
ভালবাসা বলব এখন কাকে।


২     ডাক


এইতো শুনছি সর্বনাশের ডাক
ভুল বাগানে ফুটছে অবাক ফুল
ভুলের মধুর লোভে কিশোর দল
মালি বলছে থাকরে খুঁজতে থাক।