কাঁধের কালো ব্যাগ একপাশে নামিয়ে রেখে
পাথরের বেদীতে থম হয়ে বসে থাকা মুখ
রাধাচূড়া আর সোনালুর হলদে রং মাখানো আলো
শেষ বিকেলের আবীর রং ছাপিয়ে পিছলে পিছলে
এসে পোষা পাখি, সময়ের ধুলো জমা জানালায়;
কাঁধের কলারের আড়ালে ঘামের শিশির
রূমালে মুছে কিছুটা একান্ত সময় বিছিয়ে
বসে থাকে সন্ধানী ক্লান্ত চোখ, আলো কমে আসে।


সন্ধ্যার রঙের ছোপও ঢাকতে থাকে
চৈত্রের সবুজ ইজেল, ধীর-স্থির অচঞ্চল পায়ে।


এ কোন আয়েশী জীবন নয়, নয় বিলাসী মনের খেলা;
এ জীবনে গোল্ডলীফের একেকটি টানে বা সুখটানে
বুকের ভিতরে ফুসফুসের কোষে কোষে, নেটওয়ার্কে
টেনে নেয়া ধোঁয়া সবটুকু নিকোটিন ঢেলে দেয়,
কার্পণ্য করেনা, রাখে না প্রশ্নময় সচেতনতা;
ক্লান্তির পরে নেমে আসে শান্তির উঠোন-শয্যা
জলকণা হারানো চাহিদাহীন উদার বরান্দা।


বট-পাকুড়//ঢাকা উত্তর//ঢাকা।
০২ এপ্রিল ২০১৬/শনিবার/২০ চৈত্র ১৪২২