এই রকম ভাবেও কেউ কেউ বাঁচে
চৈত্রের দুপুরেও তো কেউ
শ্রাবণধারায় ভাসে,
তবুও পৃথিবীর মানুষের ভীড়ে
গা ভাসিয়ে দিয়ে
এলোমেলো চলাচল করে,
আত্মহননের শিখরে উঠে
আত্মবঞ্চনার স্মৃতিচারণ করে থাকে।


সব অর্থপূর্ণ কথার কি কোন মানে থাকে
তার কাছে, রংচটা রং এর জীবন
যার সাথে লেপ্টে থাকে!
অজস্র রঙের ধারা তার জীবনে কি
কোন অর্থ বয়ে আনে, পাশে?


সবখানে বন্ধ দরোজা দেখেও তো
কোন কোন মানুষ
বৃক্ষের মতো নির্বাক, পাহাড়ের মতো
অকম্পিত থাকে।
আকাশের বিস্তৃত ক্যানভাসে-পটে
কষ্টের অমোচনীয় আঁচড় কাটে।
কি চা’বে কি পাবে সে তোমাদের কাছে!
কী দিতে পারো তোমরা তাকে!


বট ও পাকুড়/ঢাকা।
০৬ এপ্রিল ২০১৬/বুধবার/২৪ চৈত্র ১৪২২


মূল লেখাঃ ২৪-০১-১৯৯৪; ১৭২ সূর্যসেন হল
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।