আমার আছে বারান্দা আর তোমার টিয়ে শাড়ী
তোমারআছে ফড়িংএর মন আমার আকাশ বাড়ী
আমার আছে রূপালী রং চৈত্র দিনের নদী
তোমার আছে গোধুলী সময় সেটাও পেতাম যদি
এক বাড়ীতেই আকাশ নদী এক বাড়ীতেই মাঠ
বনের টিয়েও এই বাড়ীতেই অবাক বসবাস।


মাঠ পেরিয়ে সবুজ বনের পাশে কুঁড়ে ঘর
ছিল আমার বসত, ছিল পদ্ম জল পুকুর
ছিল আমার শ্যাওড়া গাছের ছায়ার নিচে ধ্যান
প্রজাপতির ডানার কাছেও আছে আমার ঋণ
এসব আমি তোমায় দিয়ে নগরে ঘর বেঁধে
জগৎ দেখি তোমার ভিতর স্বপ্নে, হেসে, কেঁদে।
আমার জীবন, আমার স্বপ্ন, আমার বসবাস
খুব একাকার হয়ে এখন করছে কাব্য চাষ।
বোধের বাইরে এসব থাকুক, তোমার  শিশু মন
তুমি শুধু দেখতে থাকো কৃষ্ণচূড়ার রং।


কৃষ্ণচূড়ার রং পেরিয়ে আবার সন্ধ্যা রেখা
সারাটি রাত তারার সাথে অলোক গল্প কথা
আকাশ থেকে জোছনা নেমে তোমায় শরীর ছুঁয়ে
আমার আকাশ বনভূমি নদী থাকবে নুয়ে
এ রাত সত্যি পেরিয়ে আবার সূর্য সকাল হবে?
আবার কি এক পূণ্য ভোরে স্বপ্ন কোরক হবে?
আবার কি এই জীবনটাতে প্রলয় আসবে ধেয়ে?
হারিয়ে যাবো আমরা দু’জন, ওপারের ডাক পেয়ে?
একই সঙ্গে জীবন এবং অবসানের সুরে
তোমার আমার অবাক সময় উঠুক সোনায় ভরে।


বট ও পাকুড়//ঢাকা।
০৬ বৈশাখ ১৪২৩//মঙ্গলবার//১৯ এপ্রিল ২০১৬।