আকাশ জুড়ে মেঘ জমেছে বৃষ্টি হয়ে ঝরছে না
তৃষ্ণা বুকে অপেক্ষাতে শুষ্কতাটা ভরছে না
অপেক্ষার এই দীর্ঘ প্রহর তাদের জন্য তিক্ত
পঁয়তাল্লিশ বছর ধরে যাদের দু’চোখ সিক্ত।


আজকে নয় রে কালকে না হয় পরশু বা পরদিন
প্রক্রিয়াটা বেড়েই চলছে ভাষণে ঘিন ঘিন
মানুষ হত্যা করে যাদের মানবতা নাই
তাদের জন্য মানবতার শ্লোগান শুনতে পাই।


আগুন দিয়ে পোড়ায় গৃহ, গোয়াল গোলা লুটে
তাদের মুখেই সময় গেলে মধুর পুষ্ট ফোটে
ঘরের বধূ যাদের কাছে গণীমতের মাল ছিল
সময় গেলে তাদের ঘরেই মা ফাতেমা এল।


আল্লাহ্‌ তাদের ক্ষমা দেয়নি, মানুষ দেয়নি মান
মসজিদে বা বিশ্বপীঠে পায় জুতা সম্মান
তাদের জন্য যেসব মানুষ অশ্রু ঝরিয়ে চলে
অাল্লাহ্‌ রাসূল তাদেরকেই কি বিপথগামী বলে?


বৃষ্টি এলে ঝরা জলে ধুয়ে যাবে মাটির ব্যাথা
আর কতদিন পরে মুছব গণহত্যার কষ্ট গাথা
ধৈর্য্য ধরে বসে আছি শেষ হাসিটা হাসব বলে
হে ভগবান জীমূত গলাও আযরাইল যাক চলে।


বট ও পাকুড় (অব্যাহত)/ঢাকা
২৩ বৈশাখ ১৪২৩/শুক্রবার/০৬ মে ২০১৬।