আয় বৃষ্টি ঠেকাই, আয় চলে আয় একাই
এই বৃষ্টি আমাদের নয়, কাদের সেটা দেখাই।
আমার চোখের পানি চোখে শুকিয়ে গিয়েছে
চোখের জলের রূপ বদলে আগুন হয়েছে।
অপেক্ষাতে অশ্রু হারায় ধূসর দৃষ্টি পাত
এত যুগের পরে এল আজ পবিত্র রাত।
দুঃস্বপ্নের পাখি আজকে উড়াল দিয়েছে
সোনার বাংলা শকুন পাখি মুক্ত হয়েছে।


গণহত্যা, ধর্ষণ আর লুটতরাজ যা ঘটে
রিং লীডার এই অপরাধের দায় নিয়েছে বটে,
ঘৃণা কিন্তু এক বিন্দুও কমেনি, তা ভালো
থু থু দিয়ে বাঙ্গালী তাই শেষ ঘৃণা জানালো।
লাশবাহী এক গাড়ী এখন বাংলাদেশের পথে
যুদ্ধ অপরাধী যাচ্ছে শোকের মহারথে।
একদিন এই শোকের সাগর গড়েছিল যে
তার পরিবার সাথীরা সেই সাগর পেরোচ্ছে।


নতুন দিনের বংশধর কি শুদ্ধ শিক্ষা নেবে?
পূর্ব দিনের প্রজন্মের ভুল শুধরে পা বাড়াবে?
অপরাধ সে যা-ই হোক বা যখনই তা হোক
অন্যায় সব বয়ে আনে অমোচনীয় শোক।
এই শিক্ষা তাদের নতুন অনুসারীর মনে
আনুক নতুন বিবেক ও বোধ, আশা শুভ ক্ষণে।


বাংলাদেশের আগামী দিন মুছুক অভিশাপ
নতুন দিনের আগমনে নতুন দিশা পাক।।


বট ও পাকুড় (সাফল্য)/ঢাকা
২৮ বৈশাখ ১৪২৩/বুধবার/১১ মে ২০১৬