না আসব না, এই মৃত্যু যাত্রা না ফেরার দেশে
আমি গরম রক্তে স্নান করে বুঝেছি
মৃত্যুর মাঝে কোন প্রাপ্তির স্বাদ নেই।
যে যায় সেই যায়, যারা যেতে দেয়
যারা ঠেলে দেয় মৃত্যুর দেশে, তারা
আপন নয়, নয় নিরাপদ নিজেও, সবশেষে।


বট ও পাকুড় (বিনাশময়)
শনিবার/ঢাকা/২১ মে ২০১৬/জৈষ্ঠের ৭, ১৪২৩