১. ১ম পর্ব


কান ধরা এক স্তব্ধ জাতি, না হয় দেখুক কানা হাতি
তাই বলে কি বৃষ্টি হচ্ছে শুনেই দেবে মাথায় ছাতি
ঝড় হবে যেই শুনলো বগা উঠতি কারো ত্যাঁদোড় মুখে
অমনি খোঁজে বালির ঢিবি মুখ লুকাবে পরম সুখে
কে ধরেছে কানের লতি ধরিয়েছে কোন মতিতে
কার বুদ্ধি চিমটি কাটে, চিমটিতে কার রক্ত ছোটে
এসব কিছু বিবেচনায় রাখে না যে সুবল মতি
কর্ম করে ধর্ম ধরেও পার পাবে না বেইজ্জতি।


কান ধরে কি বদলানো যায় বেলাজ জাতির লাজ
তারচে ভালো দেখতে থাকি কানবাজি ভোজ বাজ।


২. ২য় পর্ব


কান ধরিয়ে কী লাভ হলো ওসমানিয়া যুগে
সারাদেশে চাউর হলো ভক্তি প্রেমের রোগে
দোষ করেছে দোষ করেনি করেছে কে কি
সবাই দেখি ও ধার ওধার করছে গলাবাজি


খাতনা হলো কখন জানি জানতো না তো কেউ
জানলো তখন যখন শুনল পাশের ঘরের ঘেউ
ততদিনে মুসলমানি সাঙ্গ হওয়া সারা
বাইরে আমি যতই চেঁচাই মাথায় বিষ্ঠা ভরা।


পাগলা কুকুর ক্ষেপিয়ে তুলে সামলানো যে দায়
বোঝেনি এই আম জনতা এখন করছে হায়
তাকিয়ে আছে সবাই এখন বেদীমূলের দিকে
আশীর্বাদের রসের ধারা হবে না কি ফিকে!


মাথা থেকে শ্যামল কোমল ছায়া সরে গেলে
দেখা যাবে কুকুর বাছার কোথায় জায়গা মেলে
সেদিন বুঝা যাবে এদেশ আর কতদিন পর
উসমানিয়া খিলাফতে রাখবে দেহের ভর।


বট ও পাকুড় (বিড়ম্বিত কালক্ষেপন)/ঢাকা।
২২ মে ২০১৬/রবিবার/০৮ জৈষ্ঠ্য ১৪২৩