একটা কবিতা লেখা উচিত আজ
বাইরে তুমুল বৃষ্টি, বারন্দায় শুয়ে ভিজে একাকার
স্বপ্নে দেখছি শরৎচন্দ্রের মতো জাহাজে
আবার দেখছি নূহের প্লাবণ অথবা হলিউড মুভি ২০১২
ভয়ে কুঁচকে যাচ্ছি, নুয়ে পড়ছি ডানে বাঁয়ে;
সব ভেঙ্গে চুরমার হয়ে যায়, যখন
হঠাৎ খেয়াল করি, আসলে পড়ে আছি প্রিয় শয্যায়
ডান হাত স্থবির হয়ে আছে, অসাড়
নাড়াবার লেশমাত্র শক্তি নাই, অবশ।


তাড়া খাই মনে, উঠতে যাই, উঠে বসিও,
কিন্তু বিবশ হাত, জাগতিক উষ্ণতা থেকে বিচ্যুত।
এই হাত কি কখনো ফিরে পাবে তেজ, স্পর্শের আনন্দ!
এই হাত কি কখনো ফিরে পাবে কলম চালনার শক্তি
ফিরে কি পাবে আঙুল নাড়িয়ে দেখানোর সাহস!


না পাক, তবু স্বপ্নকে বাগে আনবার প্রাণান্ত চেষ্টা চলবেই
প্রিয় মানুষ খুঁজে পাওয়া ভার, অপ্রিয়জন কটূ কথা বলবেই।


বট ও পাকুড় (কল নোটিশ) ঢাকা।
১৮ জৈষ্ঠ্য, ১৪২৩/বুধবার/০১ জুন, ২০১৬।