মাত্র একশ বছর-এর অার এমন কি! এক হাজার বছর তো নয়!
আমি জেগে থাকব সেই পর্যন্ত, যতদিন এই গণহত্যাকে
তুমি গণহত্যা হিসেবে স্বীকৃতি দেবে না, যতদিন
তুমি এই হত্যার জন্য হত্যাকারীকে ক্ষমা চাইতে বলবে না,
যতদিন এই হত্যার দায়ভার নিয়ে আমার কাছে
নতজানু হতে বলবে না তাদেরকে।


ইতিহাস তোমার নির্লিপ্ততা, নিষ্ক্রিয়তাকে ক্ষমা করবে না কোনদিন
কোনদিন গণহত্যাকারী তাদের কৃত পাপের শাস্তি থেকে
রেহাই পাবে না, সেটা নিশ্চিত; কিন্তু
তোমার নির্লিপ্ততা, নিষ্ক্রিয়তা তাকে আরো পঞ্চান্ন বছর
মিথ্যার বেসাতি চালাতে দেবে নির্দ্বিধায়, নিঃসংকোচে;
তাতে অবশ্য ইতিহাস তাদের কোন দায়মুক্তি দেবে না।


ইতিহাসের সুপ্ত আগুনে একদিন ভেজাল সভ্যরা পুড়ে আসল চেহারা
ফিরে পাবে, ইতিহাসের আয়নায় নিজের বিকৃত মুখাবয়ব দেখে
আঁতকে উঠে বলবে, ‘এই আমি আমার নই, অন্য কেউ এটা।’
পরবর্তী প্রজন্ম তাদের সে দায় শুধবে। তুমি নিশ্চিত থেকো।
আমি সেইদিন পর্যন্ত মৃত্যুকে পাশে সরিয়ে রেখে
জেগে থাকবো, আমি দেখবই আমার প্রত্যাশিত ভোর।


বট ও পাকুড় (ফেরা)/ঢাকা।
২০ জৈষ্ঠ্য ১৪২৩/শুক্রবার/০৩ জুন ২০১৬।