এই ছবি এই মুখ কোনদিন আর কাছে হাসবেনা
এই ছবি এই মুখ কোনদিন আর পাশে আসবেনা
এই মুখ সেই চোখ তুলে আর কোনদিন ডাকবেনা
এই দেশ কোনদিন তাকে আর রাজপথে দেখবেনা।


ঘাতকের হাত নখ ঘাতকের আঙুল ট্রিগারে
নির্বাক জনপথ চেয়ে দ্যাখে খুন হওয়া শিকারে
প্রতিবাদ ভাষাহীন দিনরাত সীমাহীন বিকৃত
এর মাঝে যারা যায় ঘুম ঘোরে শয্যায়, ধিকৃত।


উদাসীন ঠুলি চোখ সময়ের সব শোক প্রতিদিন
পথ চেয়ে বসে আছে তার পালা আসবে যে কোনদিন
অনুভূতি ভোঁতা করে যে মানুষ চলে ফিরে আশেপাশে
দেয়ালেতে পিঠ ঠেসে যে মানুষ বসে আছে মানুষ কী সে!


অক্ষম জনগণ অভ্যাসে গতিনাশে তাকে চাই
তাকে ছাড়া এ সমাজ মুক্তির সরণীটা পাবে কই
গতিহীন শ্লথটাকে আজ দিনে ত্যাগ করে উঠে বস
কত আর বয়ে যাবি প্রিয়দের সুখি লাশ কর ক্র্যাশ।


বট ও পাকুড় (সাঁড়াশি সময়)/ঢাকা।
২২ জ্যৈষ্ঠ ১৪২৩/রবিবার/০৫ জুন ২০১৬