১.  কৃষক-দেবে-ট্যাক্স


পাগল পাগল বদ্ধ পাগল উন্মাদে নাই দেরি
জলদি করে লাগাম টানুন নইলে বিপদ ভারী।
যে দেশের এক টাকার মন্ত্রী কিষাণ চেনে না
সে দেশটা যে কৃষক বন্ধু বলা চলে না।
পাগলা বাবা খেপলে কাপড় জায়গা বদল করে
উড়াল হাওয়ায় কলকিব্জা বাইরে খুলে পড়ে।
সময় থাকতে ওভার হলিং, নতুন খুচরা পার্টে
তাতেও রক্ষা হতে পারে, এ ঘোর বর্ষা রাতে।


২.  মধ্য-স্বত্ত্ব-ভোগী


মধ্য খানে বসে যিনি স্বত্ত্ব করেন ভোগ
সেই ভাইরাস রাজপ্রাসাদে ছড়ায় পাগলা রোগ।
খাদ্য মন্ত্রী কোষ মন্ত্রী জোশে বেহুঁশ হলে
মাথার উপর চাতাল মালিক ধান শুকাতে চলে।
একশ ভাগের চৌদ্দ ভাগকে শুকিয়ে বিদায় করে
কল মালিকের শুকনা ধানে রাজার গোলা ভরে।
কৃষক কিন্তু ভেজা ধানেই বছর খোরাক তোলে
খাদ্য মন্ত্রীর ঢ্যাঁড়া তখন সাইলো-ছাদে ঝোলে।


৩. চিনি-ছিনি-মিনি


চিনি জাফর চীনে গিয়ে চিনেন চাণক রীতি
কৌটিল্য বড়ই কঠিন-জটিল চিনির নীতি
সুগার কেন সুগারকেন-এ থাকবে বারো মাস?
সুগার মিল সুপারসিড করে আনেন সুগার গ্রাস
সুগার মিলকে সিগার করে জ্বালিয়ে শখের ধোঁয়া
সুগার ছোবা কাগজ হয়ে উঠছে ধোঁয়ার রোঁয়া।
আখের ছোবার কাগজ-পিঠে ছাপ মারে সন্ধানী
চিনির সকল ধকল গিলবে কেরু এ্যান্ড কোম্পানী।


বট ও পাকুড় (ত্যাঁদোড়)/ঢাকা।
২৮ জ্যৈষ্ঠ ১৪২৩/শনিবার/১১ জুন ২০১৬।