২.


এসব চিন্তা নিন্দা করি, ওরে নাফরমান
গায়েব থেকে নোটিশ আসছে আখিরী ফরমান
যা হবার তা হবেই তাকে কে ঠেকাতে পারে
যাবার সময়, ছয় দিনের এই ভূলোক মায়া ছেড়ে।


এক দুনিয়া এক সুলতান এক বিধানের তলে
ভূমধ্য বা কাসপিয়ান বা কৃষ্ণ সাগর ফেলে
ছুটবে কালো আরবী নিশান মরুর পাথার ছেড়ে
সবুজ কোমল মাটির ছায়ায় উঠবে দিব্যি বেড়ে।


এমন মহান ‘‘পাওয়া’’র জন্য একটু রক্ত ঝরে
তাতেই তোমরা গলা ফাটাও জঙ্গী জঙ্গী করে
জঙ্গ ছাড়া কি এই পৃথিবী পদানত হবে?
যুদ্ধে জয়ী হলেই সবাই শাসন মেনে নেবে।


আর ক’বছর, ক’ বছর তা? ধরো দশ-পনের
সব মিলিয়ে একশ বিশ বা তিরিশ বলতে পারো!
খিলাফতের ক্ষুরধ্বনি কানে কি বাজে না?
পাপের ভারে ডুবলে তো আর শুনতে তা পাবে না!


...........................................(অসমাপ্ত)
বট ও পাকুড় (অনড়)/ঢাকা।
৩০ জ্যৈষ্ঠ ১৪২৩/সোমবার/১৩ জুন ২০১৬।