৩.


আমি শুনছি কলির পরে কালো যুগের গানা
হিলারী নয় ট্রাম্পই হারবে, মুসলিমের জামানা।
আর দু’টি টার্ম, তারপরে তো ইঙ্গ-ভারত ক্লীব
মার্কিনীদের সিনেট পাবে মুসলিমী তারতীব।


হয়তো দেখব মালয়েশিয়ার জিতেছে মুসলিম
ভূ-ভারতে তাজী ঘোড়া পাড়ছে লাখো ডিম
দেখব হয়তো উইঘুরুতে মুসলিমদের সাথে
গণচীনের প্রধানমন্ত্রী সামিল ইফতারীতে।


আজকে যেটা আরব জাহান, মধ্যপ্রাচ্য মরু
তেলে-সোনায়-খনিজ-ধনে আকাশ ছোঁয়া শুরু
হয়তো দেখব সেই ভূখন্ডই অন্য জাতির ছায়ে
একই ধনের বদৌলতে হাওয়া দিচ্ছে গায়ে।


হয়তো দেখব নিজের ঘরে একলা মানুষ আমি
সবাই দেখছে আমার হালৎ, দেখাচ্ছে নোংরামী
এড়িয়ে চলছে পাড়া-পড়শী ঘৃণার দৃষ্টি নিয়ে
গলছে বরফ ফুঁসছে সাগর উষ্ণ পানি দিয়ে।


৪.


ভেবেছি কি এ ভবিষ্যৎ? প্রিয় মানব জাতি?
দিবা-স্বপ্ন দেখছ? নাকি দেখছ কালো রাতি?
যে যা খুশি দেখতে পারো পৃথিবী নির্বাক (তার)
বুকের ভিতর বাড়ছে দহন খাচ্ছে প্রবল পাক।


হঠাৎ করে উগরে দেবে বদহজমের গ্লানি
বন্ধ হবে ফসল ফলা, বিষিয়ে যাবে পানি
আশাকরি সেই সময়ে দুলদুলের এক ঝাঁক
আসবে নিতে সব মানুষকে বাঁচিয়ে দুর্বিপাক।


এমন দিনের আশায় আসুন রক্ত নিশান আঁকি
সবুজ মাটির জমিনগুলো লাল চাদরে ঢাকি
আরব জমিন অনারবে আনার চষে খাক
সবুজ মাটির ভূখন্ড পাক অলৌকিক আফতাব।


প্রস্তুতি নিই পরজনমের অনন্ত জীবনের
মুছে ফেলি দুনিয়াবী হতাশার হের ফের
বুদ্ধিমানের নিকট এটাই সর্বশ্রেষ্ঠ পথ
লা শারীকাল্লাহু কিংবা মালিক-উল-কিয়ামত।


..........................................(সমাপ্ত)
বট ও পাকুড় (অনড়)/ঢাকা।
৩০ জ্যৈষ্ঠ ১৪২৩/সোমবার/১৩ জুন ২০১৬।