যাপিত জীবন প্রলম্বিত ডানা প্রসারিত করে
ঢেকে ফেলে দাহ, শোক, প্রাণপাত
ধীরে ধীরে ফিকে হয়ে প্রাবল্য, জীবনের কাছে
হেরে যায় আবেগের প্রবাহ, নতুন আবেগ প্লাবিত করে।


পিতা, তুমি দূর নক্ষত্রলোকে বসে এখনো প্রতিক্ষণ
জারি রেখেছ তোমার বিধান-প্রবিধানমালা আমার উপরে।
সেকালের মতো একালেও অবাধ্য আমি
মানি না তোমার বিধি-নিষেধ, উপদেশ-নির্দেশ
চলি না রেখে যাওয়া রেখা-পথ ধরে;
তবু প্রতিটি পদক্ষেপ আমার ঠিক যেন তোমাকেই
ধারণ করে সাহসে ও সংঘাতে ভর করে
নতুন সময়ের সরু সুতো বেয়ে অদৃশ্য গন্তব্যে এগোয়।


তুমি ভালোবাসার নাম, তুমি মতবিরোধের প্রতীক
চিন্তা-চেতনায় সহযাত্রী হয়েও কর্ম-কৌশলে বিপ্রতীপ।
বাবা, তুমি যেখানেই আছো, যেভাবেই আছো,
এই আমি আবারো উচ্চারণ করে বলি,
যা কিছু ন্যায় তোমার সঙ্গে আছি, যা কিছু তোমার ভুল
যা কিছু অপরাধ করেছ স্রষ্টার বিচারে,
তার সকল দায়ভার নিজ কাঁধে তুলে নিয়ে
তোমার আত্মার নিষ্কলুষতা প্রার্থনা করছি।


বট ও পাকুড় (পিতানামা)/ঢাকা।
১৯ জুন ২০১৬/রবিবার/০৫ আষাঢ় ১৪২৩।


বাবা দিবসের ভাবনা