এমন মানুষ এই দেশে কবে হবে?
অপরের ধানের ক্ষেতে নিড়ানী দেবে!


নিজের ঘরের গরু খেলে কারো ক্ষেত
আনায়াসে তার গায়ে দেবে দুই বেত।
নিজের ঘরের যত ঘটি বাটি লোটা
তাই নিয়ে খুশি মনে দেবে ভাই ফোঁটা।
অপরের জীপ গাড়ী, দামী বাড়ী-ফ্লাট
না দেখে যে বেছে নেবে নিজ বেশ ঠাট।


চোখে যার সুদূরের স্বপ্নের ডাক
পৃথিবীর রুখু মাটি হবে চাষ-বাস।
অনাবাদী মাটি হবে সুজলা সুফলা
ভরে দেবে অনাহারী মানুষের গোলা।
কষ্টের স্মৃতিলিপি যাবে যাদুঘরে
সোনালী সুখের কাল, বেড়াল আদুরে।


খাল-নদী-ঘর-বাড়ি দূষণ দখল
তার কাছে এই সব পাপের ফসল
খাবারে ভেজাল কিবা ব্যাংক জালিয়াতি
ভুল করে ভাবে না যে, নয় দুর্মতি।
চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বসতি
থাকে সে সরলপথে, পথই প্রগতি।


তেমন মানুষ হোক আমাদের নেতা
হোক এই দেশটার আইন প্রণেতা
প্রধান বিচারপতি হোক সেই জন
হোক পিতা-পতি বা মন্ত্রী প্রধান।।


বট ও পাকুড় (সনাতনী)/ঢাকা
৭ আষাঢ় ১৪২৩/মঙ্গলবার/২১ জুন ২০১৬।