সংকীর্ণতার একটি মানচিত্র আছে, সেখানে
বসবাস অনেকের, সেটা জেনেছি ভুলের বৃত্তে হেঁটে।
কিন্তু এসব সংকীর্ণতার শব্দের পারস্পরিক বিন্যাস
কোন আবেদন সৃষ্টি করে না তাই,
ঘাসের বুকে বেগুনী রঙা ঘাসফুল হয়ে ফুটতে পারে না
পরাগ হয়ে রেণুর সাথে তাই এর পরিণতি হয় না।


মাঝে মাঝে ভালোবাসার নন্দন চর্চ্চা
পাগলের খেতাব বয়ে আনে, তামাশা করে বন্ধুরা
প্রকাশ্যে অপ্রকাশ্যে, করতেই পারে, করুক-
সেটা বয়সের স্বাভাবিক দোষ, সব মেনে নিতে পারতাম,
যদি জানালার ওপাশে ফুলের ঝাড়টায়
দু’টি হলদে ফুল ফুটতো! কিন্তু ফোটে না।
না ফুটুক, আমি কোন যন্ত্রণা দেব না।
যদি ক্ষমা পাই, একই ভুল দু’বার হবে না।


পুনশ্চঃ কাঙ্খিত ফুল হয়ে না ফোটা পর্যন্ত
এই ভুলের বৃত্ত ভেঙ্গে কিন্তু বেরোব না।


বট ও পাকুড় (ফিরে দেখা)/ঢাকা
০৭-১০-১৯৯৩/রাত ১০.৫৫/সূসেহ/ঢাবি
১৪ আষাঢ় ১৪২৩/মঙ্গলবার/২৮ জুন ২০১৬।