স্তম্ভিত, হতভম্ব, শকড্‌, ফীয়ার্ড, প্যানিকড্‌, হত বিহ্বল
শব্দগুলো যেমনই হোক অবস্থাটা প্রকাশে সক্ষম।
ছয়টি ছেলে নষ্ট হলে নষ্ট হয় গোটা শহর ও নাগরিক মন
ত্রাসে আর বিবমিষায় ভেসে যায় ধর্ম-অমৃত-ধাম।
মানুষ সৃষ্টি করেছে ঈশ্বর-নাকি ঈশ্বর সৃষ্টি করেছে মানুষ
আল্লাহ্‌ওয়ালাদের হত্যাযজ্ঞ সব ভুলে দেয় আমাকে।


এসব মগজবিহীন মানবকীট জানেনা সৃষ্টির রূপ-মহিমা
ধ্বংসই যদি স্রষ্টার কাজ হতো, এত জীবের সৃষ্টি হতো না
অনেক অাগেই সব থেমে যেত, থেমে যেত স্রষ্টা বন্দনা
পৃথিবী থেমে থাকতো মধ্যপথে, এখানে সে পৌঁছুত না।


এতবড় এই বিশ্ব-ব্রক্ষ্মান্ডের কতটুকু মাত্র দেখেছে মানুষ
সে দেখাতেই প্রকান্ড কথা, বোঝেনা সেসব আসলে ফানুস
সৃষ্ট জগতের কিছুই এখনো দেখতে পায়নি মানব জাতি
তাদের কথায় আস্থা রেখে কেন গরম করছে মাথার ছাতি
তারাও অকাট মুর্খ্য এবং মুর্খ্যর পিছে একপাল গাধা
এরাই নাকি শাসন করবে, মুন্ডহীন এক পৃথিবী সাধা।


এবার তোরা থাম। শোনরে গাধার দল
চাঁদ সূর্য নক্ষত্রদের দেখতে বেঁচে থাক
এই পৃথিবীর বাইরে যেতে মগজ লাগে
আল্লাহ্‌ যা মগজ দেছে রক্ষা করনা তাকে।
দেখে শুনে এবং বুঝে যা হয় করিস তখন
যতদিন না দেখতে পারিস মগজ বেঁচে রাখ।।


বট ও পাকুড় (ছ্যাঃ)/ঢাকা।
১৯ আষাঢ় ১৪২৩/রবিবার/০৩ জুলাই ২০১৬।