নীরবে মুছেছি চোখের পানি, হজম করছি হাজার বিষ
যাদের রক্তে ভিজেছে শহর, হ্রদটি হয়েছে লাল পিনিস
দুমড়ে ফেলেছি খোল নলচে, পাল্টে দিচ্ছি কথা ও কাজে
আছাড় খেয়েছি কঠিন পাথরে, অগ্যস্ত সে যাত্রা ভ্রু-ভাঁজে।


দহন-পোড়ন-শোকের মাতন কাটিয়ে আসছে খুশির ঈদ
দুঃখের সাথে আনন্দকে মিশে, মুছে দেব সব জঙ্গী-জিদ।
আমার জীবন একাই আমার, এই কথাটি ভুলের পাঁকে
সবার দানেই জীবন বাঁচছে, কেন সেই কথা ভুলে থাকে।


আজ এই ঈদে বুকের সাথে মিলাবে যখন বুক তোমার
নির্বাক করে রেখোনা সেটাকে সরিয়ে ফেলো নেট-জ্যামার
বুকে বুকে যদি কথা হয় কোন ছড়িয়ে যাবে আশার বীজ
এই ঈদ হোক খাঁটি মুসলিমের, ভুলে ভেদা ভেদ উচ্চ-নীচ।


বট ও পাকুড় (ঈদ উল ফিতর)/ঢাকা।
২২ আষাঢ় ১৪২৩/বুধবার/০৬ জুলাই, ঢাকা।