তোমার আগেও পৃথিবীতে ধর্ম ছিল বাছা
দু’দিনের এই বিদ্যা নিয়ে আলগা কর কাছা?


তুমি যখন আসো নি এই সবুজ পৃথিবীতে
তখন কি আর হয়নি আযান কাছের মসজিদে?
তুমি যখন শিশু তখন আল্লাহ্‌ খোদার নাম
ছিল না কি এই দুনিয়ায়, ছিল না ইসলাম?
তুমি যখন অ-আ-ক-খ তখন তোমার পিতা
কোরান ছাড়া পড়তেন কি শ্রীমৎ ভগবৎ গীতা?
তুমি যখন ছবক নিলে তখন কি ভেবেছ
ক’দিন পরে তোমার হাতেই উঠবে মারণাস্ত্র?
যখন তোমার পরাণ কবচ করে আযরাইলে
তখনও কি ভেবেছিলে মানুষকে কি দিলে?


ব্যর্থ তোমার মানব জন্ম ইসলামী ভাবধারা
ব্যর্থতাকে হাতে করেই ছাড়লে বসুন্ধরা
তোমার জন্য লজ্জিত আজ তোমার পিতা মাতা
তোমার জন্য উঁচু হয়নি হেঁট হয়েছে মাথা।


এসব দেখেও আগামীতে সম্বিত যে পাবে না
পৃথিবীতে নিকৃষ্ট সে ওকাল ও জুটবে না।


বট ও পাকুড় (গেরো)/ঢাকা।
২৪ আষাঢ় ১৪২৩/শনিবার/০৮ জুলাই ২০১৬।