বাজার যাচাই খুব প্রয়োজন
কোনটা ভালো কাটতি পাবে
পণ্যগুলোও চিনতে হবে
কোন কোনটি মানুষ খাবে।


হাতের কাছে নানান পণ্য
কিন্তু যে চাই একটু অন্য
সবই যেটায় ট্রে সাজাবে
সেইটা দিলে ব্যবসা হবে?
না হবে না, কেউ নেবে না
আদতে তা পণ্যই না
পণ্য বোঝা নয়তো সোজা
এসব চিনতে লাগবে ওঝা।


হাতের কাছেই খুব রয়েছে
যে চিনেছে সে পেয়েছে
সংগ্রহটা কঠিন তো নয়
শুধু একটু পাল্টাতে হয়।
যেমন ধরো রাজনীতিটা
বিক্রি হবে উচ্চ দামে
সনদ পত্র বেচতে পারো
যদি শিবির নেতার নামে।


লিখে দেবে মুজিব সেনা
হবে চাকরী লেনা-দেনা
বাপ যত তার হোক রাজকার
সেসব মোটেই কেউ খাবে না।
আবার ধরো দলের পদে
বসিয়ে দিলে পোঁ গদগদে
টাকা পেলে পকেট ভরে
ব্যবসা তোমার উজান নদে।


আরো অনেক ব্যবসা আছে
অষুধ বেচো রোগীর কাছে
একটা লাগুক দশটা লেখো
মাস গেলে তার শেয়ার পাবে।
বুঝলে মজার কারবারিটা
বেচতে পারো তেলের পিঠা
তেল যেমন হোকনা তোমার
বেঁচে যাবে বসত ভিটা


বেচার জিনিস আছে আরো
আবেগ, হৃদয় বেচতে পারো
বিবেক বুদ্ধি দেশপ্রেমিতা
ভাবতে পারো জুতোর ফিতা।
এক নিমেষেই ফেলবে ছুঁড়ে
মুকুট বদল অন্ধকারে
কেউ পাবে না দেখতে তোমায়
কী চমৎকার ব্যবসা বাড়ে।


বণিক বুদ্ধি মগজ শুদ্ধি
এই সমাজের আসল উর্দি
যে বুঝেছে সেই জিতেছে
গুল্লি মারো মুক্তবুদ্ধি।
দাও বেচে দাও স্বাধীনতা
ফিরিয়ে আনো পাকি নেতা
হোক না জারজ দেশের মাটি
ভরুক জলে পদ্মপাতা।


মুক্তিযুদ্ধ দাও ঢেকে দাও
পাক-মার্কিন বুলন্দ তোপে
দাগাও কামান চালাও ছুরি
আইএস নামের ঘেরাটোপে।
আরো যদি করতে পারো
ব্যবসা এবং সওদা পাতি
তুমি সুখে থাকবে এবং
থাকবে ছেলে নাতি পুতি।


শুধু একটু হিসেব ভুলে
মারা পড়বে অকুস্থলে
দাদার পাপের বড় মাপের
ক্ষতিপূরণ নাতির কূলে।
কাল বিলাপে লাভ হবে না
যতই হোকনা সাধনভজন
আসলে পাপ বাপ বোঝেনা
যে বোঝে না সে অভাজন।


আমার কথা লাভ কি ভেবে
বাজিয়ে যাবো ভাঙ্গা রেকর্ড
ব্যবসা আমার মগজে নাই
মগজ ভরা মগরা ঘাগট।
কর্ণফুলী ইছামতি
পদ্মানদী স্বরস্বতী
দুধকুমার আর সোমেশ্বরী
মাথার ভিতর বইছে অতি।


এসব ফেলে দোকান খুলে
ক্যামনে বেচি বনস্পতি
মাফ করে দে বাপ রে আমার
মাথাতে নাই ব্যবসাপতি।


=========================
বট ও পাকুড় (হাল ফ্যাশান)/ঢাকা।
২৫ জুলাই ২০১৬/সোমবার/১০ শ্রাবণ ১৪২৩/ঢাকা।