অনেক চেষ্টার পরে দেখি চারার কী চেহারা!
পাতার পরে পত্রমালা, গোলাপ ফুল ফোটে না।
সারা দেহে কাঁটার প্রলেপ প্রাণ বাঁচানো ভয়
তারই ফাঁকে মর্ত্যলোকে কত কিছুই হয়!
অভিজ্ঞান-৪
৩০ জুলাই ২০১৬/শনিবার/১৫ শ্রাবণ ১৪২৩/ঢাকা।
অনেক চেষ্টার পরে দেখি চারার কী চেহারা!
পাতার পরে পত্রমালা, গোলাপ ফুল ফোটে না।
সারা দেহে কাঁটার প্রলেপ প্রাণ বাঁচানো ভয়
তারই ফাঁকে মর্ত্যলোকে কত কিছুই হয়!
অভিজ্ঞান-৪
৩০ জুলাই ২০১৬/শনিবার/১৫ শ্রাবণ ১৪২৩/ঢাকা।
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৭টি মন্তব্য এসেছে।
ছোট কথা, অসীম বেদনা । অন্য কারোর কম্ম নয়। শুভেচ্ছা জানালাম । ভালো থেক ।
অসম্ভব অবাক অইলাম।
ভালো লাগলো । শুভেচ্ছা রইল।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.