এই পৃথিবীতে অভিজ্ঞতাহীন কত ঘটনা ঘটে
তার কিছু কি বটে?
এই যে শিশু মাতৃগর্ভে জন্ম হচ্ছে, মৃত্যুর পরে যাচ্ছে বিলীন হয়ে
এই যে বাতাস সরিয়ে নিচ্ছে ঢেউ প্রশান্ত থেকে অতলান্তিক মুখে
এই যে মাটির গহীন অন্ধকারে লাভার মতো দারুণ দহন হয়
আবার দেখি মানুষের মৃত্যু হলে জানি না তার সঙ্গে কি কি হয়!
এই ভাবনার উত্তর নেই কোন,
এসবের নেই কোন অভিজ্ঞতা
ধারণা নিয়েই জন্ম-মৃত্যু বাঁধা
কল্পলোকের সুরে গলা সাধা
কে দেখেছে কার পরে কি হয়
কে শুনেছে কবরে কি কয়
কে দেখেছে ম্যাগমা কখন থেকে
পৃথিবীটার ভিতরটাকে দেখায়!!


কেউ দেখেনি, বাঁচা কিংবা মরা
এসবে নেই কারো অভিজ্ঞতা
তবুও তর্ক চলছে এসব নিয়েই
গরম হচ্ছে কত জনের মাথা।


অভিজ্ঞান-৬
০৩ আগস্ট ২০১৬/বুধবার/২০ শ্রাবণ ১৪২৩/ঢাকা।