আমি আছি অথবা নেই
যা ভাবছি তাই সব নয়
এর বাইরেও অনেক অভাবিত বিষয় অপেক্ষায় আছে।
নিজেকে বয়ে চলি অথবা চিনি
অথবা নিজের সাথে ভাব করি
সময়ের রূঢ়তায় আমার যে একান্ত আমি বিগড়ে বসে।


তোমাকে দোষ দেব অথবা অভিমান
মুখ ফিরিয়ে নেব অথবা অনুযোগময়
অথচ তোমার উপরেও যে তোমার পূর্ণ নিয়ন্ত্রণ আছে
                                              এমন তো নয়!
পৃথিবীর এই যাঁতাকলে সকলই গুঁড়ো হয়
কেউ কারো সাথে মিশে যায় না, পাশাপাশি চলে, নিত্যকার
                                              অভ্যাস ছলে-বলে।